News71.com
 Business
 21 Apr 16, 05:34 AM
 1026           
 0
 21 Apr 16, 05:34 AM

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ।।

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন ।।

নিউজ ডেস্কঃ সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ এপ্রিল) লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

গত বুধবার  উভয় বাজারে লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী। তবে তার আগের তিন কার্যদিবস রোববার থেকে মঙ্গলবার (১৮-২০ এপ্রিল) নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।

আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচকে মিশ্র প্রবণতা দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।

 অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৪ পয়েন্ট অবস্থান করছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ৪৩টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকা। লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন