News71.com
 Bangladesh
 02 May 20, 06:24 PM
 1062           
 0
 02 May 20, 06:24 PM

ভোলায় ১৭ হাজার হেক্টর জমির রবিশস্য তলিয়ে গেছে॥

ভোলায় ১৭ হাজার হেক্টর জমির রবিশস্য তলিয়ে গেছে॥

নিউজ ডেস্কঃ আগাম বৃষ্টিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ভোলার রবিশস্য চাষিরা। ফলন ঘরে তোলার আগ মুহূর্তে সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ১৭ হাজার হেক্টর জমির ডাল, মরিচ, সয়াবিন, বাদাম, শাকসবজিসহ বিভিন্ন ধরনের ফসল।লোকসান কাটিয়ে আবারও আউশ আবাদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানায় কৃষি বিভাগ।সদর উপজেলার চর রমেশ গ্রামের কৃষক আবদুস সাত্তার এবার মুগ, মরিচ, সয়াবিনসহ ৫ একর জমিতে রবিশস্য আবাদ করেছেন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। গতরে খেটেছেন বাপ-ছেলেসহ তিন জন। মৌসুমের আগাম বৃষ্টিতে পুরো জমি তলিয়ে যাওয়ায় কোনো ফসল ঘরে তুলতে পারেননি। আবদুস সাত্তারের মতো একই অবস্থা জেলার কয়েক হাজার কৃষকের।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৯৮ হাজার হেক্টর জমিতে রবিশস্য আবাদ হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে প্রায় ১৭ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের দাবি, ফসলের ক্ষতির পরিমাণ অনেক বেশি।এ অবস্থায় আউশ আবাদের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত রবিশস্য চাষিরা।আর আগাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানান ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু।তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে ঊর্ধ্বতনদের কাছে পাঠাব। তারা যদি মনে করে পুনর্বাসন বা প্রণোদনা দেবে তাহলে দিতেও পারে।কৃষি বিভাগের তথ্য মতে, রবিশস্য আবাদে হেক্টর প্রতি কমপক্ষে ৩৭ হাজার টাকা খরচ হয়। এ হিসাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার হেক্টর জমির চাষাবাদে ৬৩ কোটি টাকার বেশি খরচ হয়েছে চাষিদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন