News71.com
 Bangladesh
 22 May 20, 11:11 AM
 1082           
 0
 22 May 20, 11:11 AM

বরিশালে ৯ প্রতিষ্ঠান ও দুই ক্রেতাকে জরিামানা॥

বরিশালে ৯ প্রতিষ্ঠান ও দুই ক্রেতাকে জরিামানা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে অপ্রয়োজনে দোকান খোলা রাখা ও ঈদ কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করায় ৯ টি প্রতিষ্ঠান এবং দুইজন ক্রেতাকে জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন ও মেহরাজ শারবিন নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নগরের খেয়াঘাট, লঞ্চঘাট, সিটি মার্কেট, মহসিন মার্কেট, চকবাজার, গির্জামহল্লা, সদর রোড, কাকলির মোড়, বগুড়া রোড ও বটতলার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব ৮ এর একটি টিম সহায়তা করে। অপরদিকে নগরের চকবাজার, গীর্জামহল্লা,বাজার রোড,পদ্মাবতী ও কাটপট্টি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন মেহরাজ শারবিন। এসময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৬ টি দোকানের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি শিশু সন্তান নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে দোকানে আসায় দুইজন ক্রেতাকে ২ শত টাকা করে মোট ৪ শত টাকা জরিমানা করা হয়। তিনি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি পরিপালনের প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত ও সচেতন করা হয়। মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন পুলিশের একটি টিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন