News71.com
 Bangladesh
 09 May 22, 08:59 PM
 432           
 0
 09 May 22, 08:59 PM

কৃষকদের উন্নতিতে দেশের উন্নয়ন নির্ভরশীল।। মন্ত্রী

কৃষকদের উন্নতিতে দেশের উন্নয়ন নির্ভরশীল।। মন্ত্রী

নিউজ ডেস্কঃ  কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে।সোমবার (০৯ মে) দুপুরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বোরো ধান কাটা উৎসব পালিত হয়।কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ড. মো. শাহজাহান কবির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মুছা ইবনে সাইদ, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার প্রমুখ।অনুষ্ঠানে এপিএ পুলের সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন