News71.com
 Bangladesh
 24 Aug 17, 04:42 AM
 990           
 0
 24 Aug 17, 04:42 AM

ফেনীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু  

ফেনীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যু   

নিউজ ডেস্কঃ ফেনী শহরের মিশন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মুক্তা আক্তার নামে এক মা ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন আবুল হোসেন রাতুল জানান,রাত দেড়টার দিকে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কোনো চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও আয়াদের মাধ্যমে চিকিৎসা চালায়। তাদের ভুল চিকিৎসায় ভোর ৪টার দিকে রোগীর মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজালাল খানের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান,রাত দেড়টার দিকে রোগী অ্যাডমিট হওয়ার পর সাড়ে ৪টার দিকে অবস্থা খারাপ দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার সময়ই তার মৃত্যু হয়। এখানে চিকিৎসায় অবহেলার কোনো ব্যাপার নেই। নিহতের ফুফাতো ভাই সাইফুল ইসলাম জানান,মা ও মেয়ের মরদেহ এখন ফেনী আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালটির চিকিৎসায় অবহেলার কারণেই দুটি প্রাণ ঝরতে হলো। নিহত মুক্তা আক্তার জেলার ফুলগাজী উপজেলার বসিকপুর গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন