News71.com
 Bangladesh
 28 Aug 17, 06:03 AM
 1136           
 0
 28 Aug 17, 06:03 AM

ওসি আখাউড়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

ওসি আখাউড়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

নিউজ ডেস্ক : বি বাড়িয়া জেলার ওসি আখাউড়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। স্থানীয় আওয়ামীলীগের একটি পক্ষ দাবী করছেন বর্তমান ওসি মোশারফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ আওয়ামীলীগের মধ্য বিভাজন সৃষ্টি করে সেই সুযোগে ফায়দা লুটছেন। তিনি গত প্রায় ৩ বছর ধরেই ওই থানাতে ওসি হিসেবে দায়িত্বে আছেন । থানা পুলিশের এই পক্ষপাতী আচরনের কারনে আখাউড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এই পুলিশি তৎপরতার অংশ হিসেবে আজ সোমবার বিকাল ৪ টায় কামরুল ইসলাম প্রদীপ ও মজিকুল ইসলাম সুহীনকে কোন প্রকার গ্রেফতারি পরওয়ানা ছাড়াই আটক করে থানায় নিয়ে এসেছে । আটক ভ্রাতৃদ্বয় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নীলু মিয়ার পুত্র । ঈদকে সামনে রেখে পুলিশ আরও হয়রানিমুলক গ্রেফতার করবে বলে এলাকার আওয়ামীলীগ নেতারা মনে করেন।

অভিযোগে জানাগেছে নীলু মিয়ার অপর পুত্র আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সাধারন সম্পাদক সন্দীপ বর্তমান আমেরিকা প্রবাসী । তিনি আওয়ামীলীগের সাম্ভব্য সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা শ্যামল রায়ের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারনে এই গ্রেফতার করা হয়েছে । আটক প্রদীপ উপজেলা আওয়ামীলীগ নেতা ও সুহীন ভোরের কাগজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি। এব্যাপারে আখাউড়া থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি নিউজ ৭১ কে ঘটনার সত্যতা স্বীকার করে জানান তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে । এখনও গ্রেফতার করা হয়নি । তবে ঠিক কি কারনে তাদের জিজ্ঞাসাবাদে থানায় আনা হয়েছে তার কোন সদুত্তর দিতে পারেনি ওসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন