News71.com
 Bangladesh
 09 Sep 17, 07:23 AM
 974           
 0
 09 Sep 17, 07:23 AM

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুসহ ৪ রোহিঙ্গা উদ্ধার।।  

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুসহ ৪ রোহিঙ্গা উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছেন এলাকাবাসী। আজ টেকনাফ পয়েন্ট থেকে তাদের উদ্ধারের পর টেকনাফ সদর হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধরা হলেন-আব্দুল করিম,ইমান শরিফ,আমেনা খাতুন,ও মো. সোহেল (৫)। গুলিবিদ্ধরা মিয়ানমারের তুবাপাড়া এলাকার বাসিন্দা বলে জানায় তারা। আজ টেকনাফ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শুভন দাস জানান,চার রোহিঙ্গার হাত,পা ও বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ ইমান শরিফ জানান,গত ১০ দিন আগে মিয়ানমারের সেনাবাহিনীর একটি দল তাদের গ্রামের হামলা চালায় এবং ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টকালে তাদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলিবর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১০-১২ জন গুলিবিদ্ধ হন। তারপর থেকে তারা পাহাড়ে,বনে-জঙ্গলে থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে আসছিলেন। অবশেষে আজ তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুদ্দিন খান জানান,বিষয়টি তিনি শুনেছেন,এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন