News71.com
 Bangladesh
 02 Oct 17, 07:37 AM
 1098           
 0
 02 Oct 17, 07:37 AM

রোহিঙ্গাদের মধ্যে অপরাধী থাকতে পারে ।। আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের  

রোহিঙ্গাদের মধ্যে অপরাধী থাকতে পারে ।। আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সঙ্গে অপরাধীদের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন । তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের মধ্যেও কিছু কিছু অপরাধী থাকতে পারে। তারা খুব ভালো মানুষ এটা বলা যায় না। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে অস্ত্রও আসতে পারে, ইয়াবাও আসতে পারে। এদের সঙ্গে বাংলাদেশের অপরাধী গোষ্ঠীগুলো মিলিত হতে পারে।’ আজ সোমবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের দেওয়া অর্থ ও ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। স্থানীয় একটি তারকা হোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, বিশ্বে এ যাবৎ যত শরণার্থী সংকট হয়েছে, তার মধ্যে বাংলাদেশের মতো রোহিঙ্গা সংকটে পাশে দাঁড়ানোর নজির আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং সময়োপযোগী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এটি সম্ভব হয়েছে।


মন্ত্রী বলেন, শেখ হাসিনা শরণার্থী ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তায় এগিয়ে রয়েছেন। অন্যদিকে শান্তিতে নোবেল পেয়েও মিয়ানমারের নেত্রী অং সান সু চি এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন।বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষাণচরে অস্থায়ীভাবে পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভাষাণচরে রোহিঙ্গাদের সাময়িকভাবে পুনর্বাসন করা হবে। সেখানে নিরাপত্তাসহ সার্বিক দিক বিবেচনা করে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে ৩ কোটি টাকা ব্যায়ে সৌরবিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন