News71.com
 Bangladesh
 16 Oct 17, 12:06 PM
 1089           
 0
 16 Oct 17, 12:06 PM

নোয়াখালীর বিনোদপুর মন্দির থেকে ২০০ বছরের পুরোনো রাধাকৃষ্ণের মূর্তি চুরি

নোয়াখালীর বিনোদপুর মন্দির থেকে ২০০ বছরের পুরোনো রাধাকৃষ্ণের মূর্তি চুরি

নিউজ ডেস্কঃ নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বলাই চাঁদ গোস্বামীর আখড়ার তালা ভেঙে গতকাল শুক্রবার গভীর রাতে প্রায় ২০০ বছরের পুরেনো দুই জোড়া রাধাকৃষ্ণের পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় প্রণামী বাক্সের তালা ভেঙে নগদ অর্থও লুট করে তারা। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায় তবে কাউকে আটক কিংবা মূর্তিগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। আখাড়ার সেবায়েত প্রান কৃষ্ণ বৈষ্ণব জানান,গতকাল শুক্রবার গভীর রাতে কীর্তন শেষে তালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন। রাতে কোনও এক সময় দুর্বৃত্তরা আখড়ার তালা ভাঙা দেখে ভেতরে প্রবেশ করে পিতলের দুই জোড়া রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে গেছে। এর সঙ্গে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থও নিয়ে গেছে। তবে মন্দিরে আরও দুইটি পিতলের মূর্তি থাকলেও তারা তা নেয়নি। এদের মধ্যে বড় একজোড়া মূর্তি কেজি এবং ছোট এক জোড়া এক কেজি। সকালে তারা মন্দিরে এসে দেখতে পান দরজা ভাঙা। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারমানসহ সুধারাম থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবলু মন্দিরে আসেন। সুধারাম থানার ওসি (তদন্ত) শাহেদুল ইসলাম জানান,খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূর্তি চুরি হয়ার বিষয়টি খতিয়ে দেখছেন। এ ঘটনায় থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন