News71.com
 Bangladesh
 11 Mar 18, 07:19 AM
 985           
 0
 11 Mar 18, 07:19 AM

চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা,ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার।।

চট্টগ্রামে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা,ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) সেজেই প্রতারণা করে আসছিলেন ফিরোজ আলম চৌধুরী (৬০)। চলন বলই সবই পুলিশ কর্তাদের মতো হলেও আসলে তিনি নকল গোয়েন্দা পুলিশ। উপ-পরিদর্শক পদে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন টাকা ও শুটকি। কথিত এ ভুয়া ‘পুলিশ কর্মকর্তা’ ফিরোজকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মিরসরাই থানার সাহেরখালী গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া ফিরোজ আলম চৌধুরী ওরফে আলম সাহেব মিরসরাইয়ের সাহেরখালী গজারিয়া বড় বাড়ির গোলাম সামদানির ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন বলেন,গ্রেফতার হওয়া ফিরোজ আলম নিজেকে ডিবি পুলিশের এসি এবং তার সহযোগীকে আইজিপি’র পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তারা মো. সিরাজুল ইসলামের কাছ থেকে তার বন্ধুর ছেলে মো. মোরশেদ এবং তৌহিদুলকে এসআই পদে চাকরি দেয়ার কথা বলে ঢাকায় যান। এরপর পুলিশ হেডকোয়ার্টার্সে ঘোরাফেরা করে চাকরি নিশ্চিত হয়েছে এমন আশ্বাস দিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। একই কায়দায় গত ১৩ ফেব্রুয়ারি আরো দুই লাখ টাকা ও সাড়ে ১১ হাজার হাজার শুঁটকি নেয়। পরে ভিকটিমরা প্রতারণার বিষয়টি বুঝতে পারলে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার ভিত্তিতে গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন