News71.com
 Bangladesh
 12 Mar 18, 10:13 AM
 903           
 0
 12 Mar 18, 10:13 AM

আগামীকাল নাসিরনগরে উপ-নির্বাচন।।কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আগামীকাল নাসিরনগরে উপ-নির্বাচন।।কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিউজ ডেস্কঃ রাত পোহালেই ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ।ওই আসনের সংসদ সদস্য ছায়েদুল হকের মৃত্যুর কারণে দুই লাখেরও বেশি ভোটার আবারও জাতীয় সংসদে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে যাচ্ছেন।ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সব সরঞ্জাম।আজ সোমবার দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের বিআরডিবি অফিস প্রাঙ্গণ থেকে ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিলমোহর ও অমোছনীয় কালি স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয়।ভোটগ্রহণ সরঞ্জাম বিতরণের পূর্বে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ সময় উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার বিভাগীয় নির্বাচন কর্মকর্তা সাহেদুন্নবী চৌধুরী উপস্থিত ছিলেন।এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন নিয়ে লড়ছেন রেজওয়ান আহমেদ এবং ইসলামী ঐক্যজোটের মনোনয় নিয়ে লড়ছেন আবুল কাশেম।উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ছায়েদুল হক মৃত্যুবরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। আগামীকাল মঙ্গলবার এ উপ-নির্বাচনে ৭৪টি ভোট কেন্দ্রের ৩৬৪টি অস্থায়ী বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন