News71.com
 Bangladesh
 06 Apr 18, 08:36 AM
 1029           
 0
 06 Apr 18, 08:36 AM

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি ও ছিঁচকে চোরের উপদ্রপ ।। রাত জেগে পাহারা বসিয়েছে গ্রামবাসী

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি ও ছিঁচকে চোরের উপদ্রপ ।। রাত জেগে পাহারা বসিয়েছে গ্রামবাসী

 

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতি ও ছিঁচকে চোরের উপদ্রপ বেড়ে গেছে। গত এক মাসে এ উপজেলায় বেশ কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে দু’টি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে মানুষ রাত জেগে পাহাড়া দিচ্ছে। পর পর কয়েকটি বাড়িতে ডাকাতি ও চুরির ঘটনা ঘটায় মানুষ এখন নিজেদের মধ্যে সমন্বয় করে পাহাড়া দিতে শুরু করেছে। প্রত্যেকটি বাড়িতে মুখোশধারীরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বার্নালংকারসহ নগদ টাকা লুট করে নেয়। এদের কেউই ভয়ে আইনের আশ্রয় নেয়নি। এদিকে পুলিশও এটিকে চুরির ঘটনা বলে দায় এড়িয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,পৌরশহরের মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। গত শুক্রবার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের যতিন্দ্র নাথের বাড়ি এবং গত সোমবার সন্ধ্যায় পৌরশহরের চিংগড়িয়া এলাকার সুভাষ মজুমদারের বাড়িতে চুরির ঘটনা ঘটায় মানুষের মধ্যে আতংক বেড়ে গেছে। চুরি ঠেকাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, নেয়ামতপুর, ইসলামপুর, চাঁদপাড়া, আদমপুর, আমিরাবাদ। এ ছাড়া চাকামইয়া গ্রামের কাঁঠালপাড়া, নিশানবাড়িয়া, গান্ধাপড়া সহ বিভিন্ন গ্রামে মানুষ ভিন্ন ভিন্ন গ্রুপ করে রাতভর পাহারা দিচ্ছে। নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা প্রভাষক মো.আনোয়ার হোসেন জানান,পরপর কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায় এখন পাহারা দিতে হচ্ছে। একই ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের অনিল চন্দ্র ডাকুয়া জানান,তার বাড়ির কাছে যতিন্দ্র নাথের বাড়িতে সন্ধ্যায় চুরির ঘটনা ঘটায় মানুষ আতংকিত হয়ে পড়েছে। ওই গ্রামসহ পাশের গ্রামের মানুষ এখন নিজেদের জানমাল রক্ষায় নিজেদের উদ্যোগে পাহাড়া দিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া এলাকার মো. গনি মিয়া জানান,শিক্ষক নির্মল সরকারের বাড়িতে ডাকাতির ঘটনার পর কাঁঠালাপাড়াসহ আশে পাশের গ্রামের মানুষ একেক গ্রুপে ৪/৫ জন করে রাত জেগে পাহারা দিচ্ছে। এদিকে সম্প্রতি কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় ডাকাতি রোধে পুলিশের হ্যান্ড মাইকিংয়ের কারণে নির্ঘুম রাত কাটে হিন্দু সম্প্রদায়ের মানুষের। পুলিশও রাতভর পেট্রোল ডিউটি করে ওই এলাকায়। চিংগড়িয়া অধিবাসী ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবি কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান,বিচ্ছিন্ন কিছু ঘটনা আমার কানে এসেছে। যেসব এলাকায় মানুষ পাহারা দেয় সেখানে মাঝে মাঝে পুলিশ পেট্রোল ডিউটি করে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন