News71.com
 Bangladesh
 11 Apr 18, 06:17 AM
 934           
 0
 11 Apr 18, 06:17 AM

রাঙামাটিতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে এক ইউপিডিএফ কর্মী খুন।।  

রাঙামাটিতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে এক ইউপিডিএফ কর্মী খুন।।   

নিউজ ডেস্কঃ রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে জনি তঞ্চঙ্গ্যা (৩২) নামে ইউপিডিএফের এক কর্মী খুন হয়েছেন। আজ বুধবার দেড়টার দিকে নানিয়ারচর উপজেলার বেতছড়ি ফরেস্ট অফিস এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনার জন্য এমএন লারমা গ্রুপ অর্থাৎ সংস্কারপন্থীকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়ি ফরেস্ট অফিস এলাকায় এমএন লারমা গ্রুপের ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী আগে থেকে ওঁৎ পেতে ছিল। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী জনি তঞ্চঙ্গ্যা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে,ইউপিডিএফ কর্মী জনি তঞ্চাঙ্গ্যার নেতৃত্বে একটি সশস্ত্র দল গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এমএন লারমা গ্রুপের (সংস্কারপন্থী) খাগড়াছড়ির মহালছড়ি থানা কমিটির সদস্য টনক চাকমা ও রিগেন চাকমাকে তুলে নিয়ে তাদের ক্যাম্পে বেধড়ক মারধর করে ওইদিন সন্ধ্যা সাতটার দিকে তাদের ছেড়ে দেয়। এ ঘটনার জের ধরে সংস্কারপন্থী গ্রুপের সদস্যরা ইউপিএিফ কর্মীকে জনি তঞ্চঙ্গ্যার উপর ব্রাশ ফায়ার করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,আমরা এ ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ দল গেছে লাশ উদ্ধার করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন