News71.com
 Bangladesh
 09 May 18, 12:04 PM
 1016           
 0
 09 May 18, 12:04 PM

কক্সবাজারে ৭০ কোটি টাকার ইয়াবা উদ্ধার।

কক্সবাজারে ৭০ কোটি টাকার ইয়াবা উদ্ধার।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এটি টেকনাফ থেকে উদ্ধারকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। গতকাল সোমবার রাতে সেন্টমার্টিন সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই চালান উদ্ধার করে কোস্টগার্ডের একটি টহল দল। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ায় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সুভাশীষ বলেন, সোমবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান নেয় টেকনাফ স্টেশনের কোস্টগার্ড সদস্যরা। এসময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেয় তারা। কিন্তু না থামিয়ে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১০টি বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে বোটটি মিয়ানমার সীমান্তের দিকে নেয়া হয়। পরে পানিতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো এসব বস্তা তল্লাশি করে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাগুলো থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন