News71.com
 Bangladesh
 27 May 18, 03:11 PM
 1122           
 0
 27 May 18, 03:11 PM

খাগড়াছড়িতে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু।।

খাগড়াছড়িতে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের স্বনির্ভর এলাকায় মৎস্য হ্যাচারির নির্মাণাধীন সেফটিক ট্যাংকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-খাগড়াছড়ির দীঘিনালার বেতছড়ি এলাকার তাজউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (১৭) ও একই এলাকার জলিল মিয়ার ছেলে রমজান আলী (২১)। জানা যায়,সকালে খাগড়াছড়ি মৎস্য প্রকল্পের হ্যাচারিতে নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজ করতে নামেন ওই দুই শ্রমিক। এ সময় তাদের কোনো শব্দ না পেয়ে অন্য শ্রমিকরা ট্যাংকে অন্য দেয়াল ভেঙে তাদের মুমূর্ষু অবস্থায় বের করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন,হাসপাতালে নিয়ে আসার আগেই গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন