News71.com
 Bangladesh
 28 May 18, 04:30 PM
 1106           
 0
 28 May 18, 04:30 PM

চট্টগ্রামে আক্তার হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আক্তার হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ ২০১২ সালে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুম করার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুইজন বেকসুর খালাস পেয়েছেন। আজ সোমবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ আদেশ দেন বলে গণমাধ্যমকে জানান, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ২০১২ সালে আক্তার হোসেনকে হত্যা ও মরদেহ গুম করার দায়ে সোলাইমানের ছেলে আলী আজম (৩১) ও দোস্ত মোহাম্মদের ছেলে মো. আলমকে (৩০) মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন নাইমুল ইসলাম প্রকাশ রাকিব এবং মো. নাসির প্রকাশ নাসের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আজম বর্তমানে পলাতক এবং মো. আলম জেলহাজতে রয়েছে বলে জানান অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৎস্য অনুষদ ভবনের পেছনের পাহাড়ে নিয়ে আক্তার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে আসামিরা। আসামিরা আক্তার হোসেনের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করা হয়। আক্তার হোসেনের কাছে সিএনজি অটোরিকশা বাবদ থাকা ২ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয় বলে উল্লেখ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন