bangladesh
 10 Oct 18, 07:31 AM
 126             0

ফেনী সদরের নদী থেকে অপরিচিত দুই যুবকের লাশ উদ্ধার ॥ পুলিশ

ফেনী সদরের নদী থেকে অপরিচিত দুই যুবকের লাশ উদ্ধার ॥ পুলিশ

নিউজ ডেস্কঃ ফেনীর সদর উপজেলায় পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলার মুহুরী নদী ও কালিদাস পাহালিয়া নদী থেকে গতকাল মঙ্গলবার রাতে লাশ দুটি পাওয়া যায়। ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ দুই মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের বয়স জানালেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ওসি আবুল কালাম বলেন,উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রাম সংলগ্ন কালিদাস পাহালিয়া নদীতে এক যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অন্যদিকে মুহুরী নদীর ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি। উভয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')