News71.com
 Bangladesh
 26 Oct 18, 05:53 AM
 908           
 0
 26 Oct 18, 05:53 AM

ঘুষ,চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি ক্লোজড

ঘুষ,চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি ক্লোজড

নিউজ ডেস্কঃ কুমিল্লার মনোহরগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেনকে অবশেষে ক্লোজ করা হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে এলাকায়। ঘুষ বাণিজ্য,চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে গত বুধবার রাতে তাঁকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই রাতেই মনোহরগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি জেলার বুড়িচং থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে,গত এপ্রিল মাসের শুরুতে মনোহরগঞ্জে ওসি হিসেবে যোগ দেন পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন। যোগদানের পর থেকেই তিনি অনিয়ম দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রকাশ্যেই ঘুষ বাণিজ্য, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেন তিনি। গ্রেপ্তারের ভয় দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে টাকা আদায় থেকে শুরু করে। বিভিন্ন পরিবহন ও মাদক কারবারিদের কাছ থেকেও চাঁদা আদায় করতেন। খোঁজ নিয়ে জানা গেছে,ওসি আনোয়ার মনোহরগঞ্জ থানায় কর্মরত থকাকালে প্রতি মাসে পরিবহন খাতসহ বিভিন্ন স্থান থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করতেন।এক অনুসন্ধানে এর সত্যতাও পাওয়া গেছে। গত ২৯ জুন ২০টি ট্রাক্টর দিয়ে সড়ক অবরোধ করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। এদিকে ওসি আনোয়ারকে মনোহরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁকে প্রত্যাহার করে নেওয়ায় অনেকেই জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান সাংবাদিকদের বলেন, ওই কর্মকর্তার আনোয়ার হোসেন বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন