News71.com
 Bangladesh
 30 Oct 18, 11:56 AM
 1163           
 0
 30 Oct 18, 11:56 AM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ   

নিউজ ডেস্কঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপচার্য ড. এম অহিদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এবারের ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটের গড় পাসের হার ৮০.১৪ শতাংশ। বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://nstu.admission.online) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৭০ হাজার ২৯৮টি আবেদনপত্রের বিপরীতে ৫৫ হাজার ২৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৯১ পরীক্ষার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন