News71.com
 Bangladesh
 28 Feb 19, 03:39 PM
 1099           
 0
 28 Feb 19, 03:39 PM

রাঙ্গামাটির দুটি উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঃলীগ ২ প্রার্থীর জয়॥  

রাঙ্গামাটির দুটি উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আঃলীগ ২ প্রার্থীর জয়॥   

নিউজ ডেস্কঃ আসন্ন ১৮ মার্চ দ্বিতীয় ধাপে সারা দেশের বিভিন্ন উপজেলার মতো রাঙ্গামাটিতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। রাঙ্গামাটির ১০ উপজেলায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনে রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে আটটিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে লংগদু ও কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আজ বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে এদেরকে নির্বাচিত ঘোষণা করেন। এরা হলেন- কাপ্তাই উপজেলার আওয়ামী লীগ প্রার্থী মো. মফিজুল হক ও লংগদু উপজেলার আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারেক সরকার। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মফিজুল হক গত ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন।

১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। পাশাপাশি লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকারকে মনোনয়ন দিলেও দলটির থেকে আরও দুই নেতা মনোনয়ন জমা দেন। জেলা আওয়ামী লীগের সমঝোতায় অবশেষে তারা দুইজনই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে অন্য কোনো প্রার্থী না থাকায় আব্দুল বারেককে নির্বাচিত ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এদিকে, আজ বৃহস্পতিবার সকালে বাকি আট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে দুটি উপজেলা নানিয়ারচর ও বাঘাইছড়িতে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। রাঙ্গামাটির আট উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ১৯ প্রার্থী। আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন