News71.com
 Bangladesh
 19 May 20, 01:20 PM
 820           
 0
 19 May 20, 01:20 PM

চট্টগ্রামে করোনা আক্রান্তদের ৬৮ শতাংশই তরুণ॥

চট্টগ্রামে করোনা আক্রান্তদের ৬৮ শতাংশই তরুণ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে তরুণ ও মধ্য বয়সীরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন। যা মোট আক্রান্তের ৬৮ শতাংশ। সংক্রমণ কমাতে ঘোরাঘুরি আর আড্ডা পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের।হাটবাজার, কিংবা পাড়া-মহল্লার অলিগলিতে হরহামেশাই ভিড় তরুণ যুবাদের। কেউ বেরিয়ে পড়ছেন জীবিকার তাগিদে, আবার কেউবা নানা অজুহাতে। চট্টগ্রামে ৭১৬ জনের মধ্যে তরুণ ও মধ্যবয়সী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। যা মোট আক্রান্তের ৬৮ ভাগ।চিকিৎসকরা বলছেন, ২১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তারা লকডাউন না মানার কারণে বাড়ছে সংক্রমণ।বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল বলেন, যেহেতু লকডাউন শিথিল, কেউ কোনো বাধা পাচ্ছে না। তাই এ সুযোগে তারা বেশি বের হচ্ছে।তরুণ ও মধ্য বয়সীদের কারণে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন