News71.com
 Bangladesh
 19 May 20, 10:46 PM
 822           
 0
 19 May 20, 10:46 PM

জিন বদল করছে করোনা॥ চট্টগ্রামে সংক্রমন বেড়েই চলেছে

জিন বদল করছে করোনা॥ চট্টগ্রামে সংক্রমন বেড়েই চলেছে

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে গত কয়েকদিন ধরে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রথম এক মাসে যেখানে ৮১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছিল, সেখানে গত ১৫ দিনে শনাক্তের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়ে হয়েছে ৮৪৫ জন। এর মধ্যেই চিকিৎসকরা আভাস দিচ্ছেন, চট্টগ্রামে করোনাভাইরাস তার চরিত্র বদলাচ্ছে। তারা বলছেন, প্রথম দিকে শনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগের মধ্যেই কোনো উপসর্গ না থাকলেও এখন দৃশ্যমান উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের প্রথম ৩০ দিনে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। গত ১৫ দিনে সেই মিছিলে যোগ দিয়েছেন আরো ৩২ জন। তাছাড়া গত কয়েক দিনে নতুন শনাক্তদের মধ্যে প্রতিদিন প্রচুর শ্বাসকষ্ট, জ্বর, কাশিসহ নানান দৃশ্যমান উপসর্গ নিয়ে হাসপাতাল এসেছেন। এসব কারণে চিকিৎসকরা আশংকা করছেন চট্টগ্রামে ইতোমধ্যে হয়তো করোনা জিন পরিবর্তন হয়েছে। প্রথমদিকে অনেকটা সাদামাটা থাকলেও এই পর্যায়ে এসে আগের চেয়েও ভয়ংকর হয়ে উঠছে ভাইরাসটি। চট্টগ্রামে করোনা চিকিৎসায় বিশেষায়িত জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, ‘আমরা ধারণা করছি চট্টগ্রামে করোনাভাইরাস তার চরিত্র বদলেছে। গত কয়েকদিন ধরে হাসপাতালে যারা আসছেন, তাদের মধ্যে মোটামুটি ২০ শতাংশ রোগীর মধ্যে শ্বাসকষ্ট রয়েছে। প্রথম এক মাসে এটি ২-৩ শতাংশের মত ছিল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন