News71.com
 Bangladesh
 01 Aug 20, 07:23 PM
 808           
 0
 01 Aug 20, 07:23 PM

চট্টগ্রাম সিটিতে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে মেয়র নাছির॥

চট্টগ্রাম সিটিতে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে মেয়র নাছির॥

নিউজ ডেস্কঃ ঈদুল আজহার কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। শনিবার (১ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি আলমাস সিনেমা হলের সামনে ডাস্টবিনে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন দিয়ে নগর পরিক্রমা শুরু করেন।এরপর তিনি হালিশহর পোর্ট কানেকটিং রোডস্থ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, নিমতলা বিশ্বরোড মোড়, মহাজন ঘাটা ডাস্টবিনে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এসময় তিনি পরিচ্ছন্ন কর্মীদেরকে স্বাস্থ্য বিধি মেনে কোরবানি ময়লা আবর্জনা অপসারণের নির্দেশনা দেন। তিনি মাক্সবিহীন অবস্থায় দায়িত্ব পালনকারী পরিচ্ছন্ন কর্মীদেরকে মুখে মাক্স পরিয়ে দেন। পরিদর্শনের সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল, লিটন রায় চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশীদ, মো তাজউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন