News71.com
 Bangladesh
 06 Aug 20, 08:38 PM
 667           
 0
 06 Aug 20, 08:38 PM

কক্সবাজার আদালতে ওসি প্রদীপসহ ৯ জন॥তুলে দেয়া হচ্ছে র্যাবের হাতে

কক্সবাজার আদালতে ওসি প্রদীপসহ ৯ জন॥তুলে দেয়া হচ্ছে র্যাবের হাতে

নিউজ ডেস্কঃ টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে তোলা হয়। এর আগে, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস চট্টগ্রামে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে সেখান থেকে তাকে কক্সবাজার আদালতে আনা হয়। অপরদিকে, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ ৮ জনকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ওসিকে নিয়ে আদালতের উদ্দেশে রওয়ানা দেয় পুলিশ। জানা গেছে, আইনগত প্রক্রিয়া শেষ করে ওসি প্রদীপকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গতকাল বুধবার (০৫ জুলাই) রাতেই সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার কর হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন