Bangladesh
 15 Nov 20, 01:51 PM
 43             0

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ শুরু॥আশঙ্কা সংশ্লিষ্টদের

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ শুরু॥আশঙ্কা সংশ্লিষ্টদের

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে শীত আসতে না আসতেই স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারো বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত একসপ্তাহে প্রতিদিন শতাধিক আক্রান্ত শনাক্ত হয়েছেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করেন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।শীতের শুরুতেই চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। একমাস আগে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪০ থেকে ৫০ জন। কিন্তু গত পাঁচ দিনে করোনা পরীক্ষার ভিড় যেমন বেড়েছে তেমনি আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।গত ১৩ নভেম্বর ১ হাজার ৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৬ জন আক্রান্ত হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্ত রেগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান।গত তিন মাস ধরে করোনা শনাক্তের হার ছিল ছয় থেকে আট শতাংশ। তবে কয়েকদিনে তা ১৩ শতাংশে উঠে এসেছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের করোনা বিষয়ক সেলের সমন্বয়ক আ. ম. ম মিনহাজুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')