Bangladesh
 01 Dec 20, 08:19 PM
 68             0

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩।।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের ফরিদগঞ্চ এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তেলের লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক এবং অন্য দুজন যাত্রী।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে তেলের লরি চাঁদপুরে যাওয়ার পথে এবং বিপরীত দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনার পরপরই লরির চালক ও তার সহকারী দ্রুত গাঢাকা দেয়।তিনি আরও জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে আরও একজন মারা যান। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে এই দুর্ঘটনার পর তেলের লরির চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার শিকার দুটি গাড়ি পুলিশ উদ্ধার করেছে। নিহত যাত্রীদের মধ্যে নিলুফা বেগম (৩৮) এবং মো. মামুনের বাড়ি ফরিদগঞ্জের চর বড়ালী গ্রামে এবং চালক জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। এই তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন