News71.com
 Bangladesh
 20 Jan 21, 09:37 PM
 635           
 0
 20 Jan 21, 09:37 PM

চট্টগ্রামে দুই আইনজীবীকে মারধর ॥ চার পুলিশ ক্লোজড

চট্টগ্রামে দুই আইনজীবীকে মারধর ॥ চার পুলিশ ক্লোজড

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম আদালতে দুই আইনজীবীকে মারধর ও লাঞ্চিতের অভিযোগে হাজতখানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের প্রত্যাহার করে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল রাজন, হাসনাত, আসাদ ও শাহজাহান। জানা যায়, আজ বুধবার দুপুরে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরীর হত্যা মামলায় চার আসামিকে কেন্দ্র করে হাজতখানার সামনে আইনজীবী ও হাজখানা পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, হাজতখানা থেকে খুনের মামলার চারজন আসামিকে পুলিশ ভ্যানে তোলার সময় কয়েকজন সাংবাদিক তাদের ছবি তুলতে যায়। এ সময় আসামিদের আইনজীবীরা পুলিশের উপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। আইনজীবীরা বলছেন, যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম প্রকাশ মারুফ চৌধুরী খুনের মামলায় আসামিদের সঙ্গে কথা বলতে গেলে হাজতখানার পুলিশ আইনজীবী শরফুদ্দীন ও আনু মুহম্মদকে জোরপূর্বক হাজতখানার ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে কয়েকজন আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন