News71.com
 Bangladesh
 20 Feb 21, 08:24 PM
 679           
 0
 20 Feb 21, 08:24 PM

কাদের মির্জার সমর্থনে করা মিছিলে পুলিশের লাঠিচার্জ॥ আহত ১৫ জন

কাদের মির্জার সমর্থনে করা মিছিলে পুলিশের লাঠিচার্জ॥ আহত ১৫ জন

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে গোলাগুলির প্রতিবাদে বসুরহাট পৌরসভার মেয়র আবুল কাদের মির্জার আহ্বানে হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মির্জা কাদেরের সমর্থিত নেতাকর্মীরা বসুরহাট বাজারের রুপালী চত্ত্বরে জমায়েত হয়ে মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। 

 

মেয়র মির্জা কাদেরের সমর্থকদের দাবি সকালে পুলিশের মারমুখী আচরণ করেছে, এসময় পুলিশের লাঠি চার্জে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব, মাসুদ, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরজু সহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক।

 

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও কোম্পানীগঞ্জে ৪০জন র‌্যাব ও ১১০জন পুলিশ মোতায়েন রয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে কাদের মির্জা ওসি এবং পরিদর্শক (তদন্ত) কে থানা থেকে বাহির করে দেওয়ার হুমকি দিয়ে থানায় এসে পুলিশের মুখের ওপর হাত নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। কাদের মির্জা পুলিশের সিনিয়র অফিসারদের সাথেও গায়ে পড়ে মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ হট্টগোল সৃষ্টিকারীদের উপর লাঠিচার্জ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন