News71.com
 Bangladesh
 19 Jul 17, 07:42 AM
 1086           
 0
 19 Jul 17, 07:42 AM

আগারগাঁও-মিরপুর-কাফরুলে গ্যাস থাকবে না ৭ ঘণ্টা।।

আগারগাঁও-মিরপুর-কাফরুলে গ্যাস থাকবে না ৭ ঘণ্টা।।

মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের অধীনে ইউটিলিটি স্থানান্তর

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর, আগারগাঁও ও কাফরুল এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না ৭ ঘণ্টা। মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের অধীনে ইউটিলিটি স্থানান্তর করার কারণে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার তিতাস গ্যাস জনসংযোগ ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান এই তথ্য জানান।এদিকে, গ্যাস না থাকার কারণে প্রায়ই জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এসব এলাকার মানুষদের আগেই খাবারের জন্য হোটেলগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়ে খাবার সংগ্রহ করতে দেখা গেছে।উল্লেখ্য, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিমি মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের জুন মাসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন