News71.com
 Bangladesh
 31 Jul 17, 11:26 AM
 1151           
 0
 31 Jul 17, 11:26 AM

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ড্রেজার পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।।

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ড্রেজার পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদি নদী থেকে অবৈধ ড্রেজার জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,কালকিনির পালরদি নদীতে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলো। এ বালু উত্তোলনের ফলে অনেক বাড়িঘর ও ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়ে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. শরিফুল ইসলাম ৩টি অবৈধ ড্রেজার ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলেছে। এ সময় বেশ কিছু ড্রেজার বন্ধ করে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,কালকিনি উপজেলা সহকারী কমিশন (ভুমি) মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত স্থানীয় রাসেল হোসেনের ৩টি অবৈধ ড্রেজার পুড়িয়ে ফেলেছে। এ সময় ভ্রাম্যমাণ আদলতের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি ড্রেজার দ্রুত সরিয়ে ফেলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন