News71.com
 Bangladesh
 29 Aug 17, 08:25 AM
 996           
 0
 29 Aug 17, 08:25 AM

দোষ প্রমাণ করতে না পারায় নারীরা সঠিক বিচার থেকে বঞ্চিত হন।।প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

দোষ প্রমাণ করতে না পারায় নারীরা সঠিক বিচার থেকে বঞ্চিত হন।।প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি


নিউজ ডেস্কঃ জড়িতদের অপরাধ সঠিকভাবে চিহ্নিত ও প্রমাণ করতে না পারার কারণে নির্যাতিত নারীরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ‘নারী ও শিশু নির্যাতন বন্ধে’ করণীয় নির্ধারণে জিও,এনজিও এবং সুশীল সমাজের সাথে এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন,অনেক সময় নির্যাতিত নারী সাক্ষী এবং প্রমাণের অভাবে সুষ্ঠু বিচার পান না। সঠিক তথ্য-প্রমাণ না থাকার কারণে অপরাধীরাও পার পেয়ে যায়। এ বিষয়ে নারীদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন,বর্তমান সরকার নারী এবং শিশুর জন্য একটি নিরাপদ সমাজ ব্যবস্থা নির্মাণে সামগ্রিকভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি,এনজিও প্রতিনিধি এবং সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন