News71.com
 Bangladesh
 03 Sep 17, 08:00 AM
 982           
 0
 03 Sep 17, 08:00 AM

ফরিদপুরে দিনে দুপুরে লালন ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

ফরিদপুরে দিনে দুপুরে লালন ভক্তকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক


নিউজ ডেস্কঃ ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের কবীরপুর গ্রামে ফজল খাঁ (৬২) নামে এক ব্যক্তি খুন হয়েছে। সে এলাকায় লালন ভক্ত বাউল হিসেবে পরিচিত ছিলেন। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনের অভিযোগে পুলিশ সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসীসূত্রে জানা গেছে,কবীরপুর গ্রামের সাজ্জাদ হোসেন (৩৫) বৈদ্যুতিক মিস্ত্রীর কাজ করত। আর ফজল খাঁ এলাকায় লালন ভক্ত বাউল হিসেবে পরিচিত ছিলেন। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। এক পর্যায়ে সাজ্জাদ ও ফজল খার মধ্যে সখ্যতা গড়ে ওঠে। তারা একে অপরকে মামা ভাগ্নে বলে ডাকত।

আজ রবিবার সকালে একই গ্রামের মৃত মনা মণ্ডলের ঘরে বসে তারা দুজনে আড্ডা দিচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে জবাই করে ফজল খাঁকে হত্যা করে সাজ্জাদ ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা সাজ্জাদকে ধাওয়া করে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফজল খাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘাতক সাজ্জাদকে আটক করা হয়েছে। কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ঘাতক সাজ্জাদকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন