News71.com
 Bangladesh
 13 Sep 17, 12:42 PM
 1009           
 0
 13 Sep 17, 12:42 PM

চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটে,পারের অপেক্ষায় ৬ শতাধিক ছোট-বড় যানবাহন।।

চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিঘাটে,পারের অপেক্ষায় ৬ শতাধিক ছোট-বড় যানবাহন।।

নিউজ ডেস্কঃ বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ ততই বাড়ছে চলছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের উভয় ফেরিঘাট এলাকায়। সবশেষ সকাল সাড়ে ৯টায় নৌ-রুটের উভয় ফেরিঘাট এলাকায় পদ্মা পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক ছোট-বড় যানবাহন। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করার কারণে উভয় ঘাট এলাকায় বেশ ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাক চালক ও সংশ্লিষ্ট শ্রমিকরা। ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা ৬ শতাধিক যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকই চার শতাধিক।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের উভয় ফেরিঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেন। দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান,ভোর থেকে ঢাকামুখি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের পরিমাণ বেড়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস নৌ-রুট পারের অপেক্ষায় রয়েছে। এগুলো পারাপার শেষ হওয়ার আগেই আবার ঢাকামুখী দূরপাল্লার বাসের চাপ পড়বে বলেও জানান তিনি।

এতে প্রতিটি যাত্রীবাহী পরিবহনকে নৌ-রুট পারাপার হতে ঘাট এলাকায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান,পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌ-রুট পারের অপেক্ষায় দেড় শতাধিক বাস ও ট্রাক রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন