News71.com
 Bangladesh
 10 Mar 18, 07:50 AM
 905           
 0
 10 Mar 18, 07:50 AM

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ২ হাজার ৩শ’৮৭টি মামলা ।। ৯ লাখ টাকা জরিমানা আদায়

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে ২ হাজার ৩শ’৮৭টি মামলা ।। ৯ লাখ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এসব অভিযানকালে ২হাজার ৩শ’ ৮৭টি মামলা ও ৮ লাখ, ৮৯হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় ১১ গাড়ি ডাম্পিং ও ২৭৩টি গাড়ি রেকার করা হয়। গতকাল শুক্রবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করেছে।ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৮৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৫২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২৩টি মোটর সাইকেল জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন