News71.com
 Bangladesh
 14 Mar 18, 06:04 AM
 983           
 0
 14 Mar 18, 06:04 AM

নানা আয়োজনে পল্লী কবি জসীমউদ্দীনের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত।।  

নানা আয়োজনে পল্লী কবি জসীমউদ্দীনের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত।।   

নিউজ ডেস্কঃ ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পল্লী কবি জসীমউদ্দীনের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার কবি বাড়ির আঙ্গিনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টায় অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈত্রিক বাড়ির প্রিয় ডালিম গাছের তলায় শায়িত পল্লী কবির সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, সাহিত্য পত্রিকা উঠোন, কাঁশফুল সাহিত্য সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে কবির বাড়ির আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,কবিপুত্র ড. জামাল আনোয়ার, সাহিত্য পত্রিকা উঠোন সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ। বক্তারা বলেন,মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন ছিলেন বাংলা সাহিত্যের অমর এক দিকপাল। তার লেখায় পল্লী বাংলার প্রকৃতির অপরূপ রূপ যেমন ফুটে উঠেছে,তেমনি গ্রাম বাংলার মানুষের আশা-আকাঙ্খা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও সংগ্রামের চিত্র তাঁর লেখায় আমরা দেখতে পাই। তাঁর মতো করে আর কেউ পল্লীর মানুষের কথা লেখেননি। একুশে পদকপ্রাপ্ত পল্লী কবি জসীমউদ্দীন ৭৩ বছর বয়সে ১৯৭৬ সালের ১৪ মার্চ ঢাকায় মারা যান। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় সমাহিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন