News71.com
 Bangladesh
 10 Apr 18, 05:32 AM
 1023           
 0
 10 Apr 18, 05:32 AM

ঢাকায় প্রতিবন্ধিতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৫-১৭ মে।।

ঢাকায় প্রতিবন্ধিতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৫-১৭ মে।।

নিউজ ডেস্কঃ আগামী ১৫ থেকে ১৭ মে ঢাকায় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি গ্রুপের ফোকাল পয়েন্ট ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রতিবন্ধীরা অবহেলিত নয়, এরা আমাদেরই সন্তান। তারই পরিপ্রেক্ষিতে এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়ে একটি ‘সুন্দর বার্তা’ নিয়ে ফিরবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি দুই হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রতিদিনের সেশনে ৫০০ এর বেশি প্রতিনিধি অংশ নিতে পারবেন। এরই মধ্যে ১৭টি দেশের প্রতিনিধিরা নিবন্ধন করেছেন। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। ৪০টির বেশি নিবন্ধ জমা পড়েছে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের এমপি মুনথেইন বুনতান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন