bangladesh
 02 Jun 18, 04:32 PM
 371             0

উত্তরায় পথশিশুদের নিয়ে "স্মাইল ফর অল" নামে ইফতার ও ইদ পোশাক বিতরণ আয়োজন।

উত্তরায় পথশিশুদের নিয়ে

নিউজ ডেস্ক : গত বৃহ্সপতিবার রাজধানির উত্তরায় পথশিশুদের নিয়ে "স্মাইল ফর অল" নামে ইফতার ও ইদ পোশাক বিতরণ আয়োজন করা হয়। মাত্র হাতেগোনা কয়েকজন তরুন যুবকের ব‍্যক্তিগত সহায়তায় ও উদ‍্যেগে গত তিনবছর ধরে এই আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ফারদিন হাসান পাভেল। এই ধরনের আয়োজন সম্পর্কে তিনি নিউজ৭১ ডটকমকে জানান " গত চার বছর আগে আমি রমজান মাসে উত্তরার সাংগাম এলাকায় এসে কিছু পথশিশুদের দেখি। যারা একদমই জীর্ণ-শীর্ণ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। তখনই আমার মাথায় এদেরকে নিয়ে এই ভাবনাটি আসে।" ফেসবুকে একটি ইভেন্টর মাধ্যমে ও কিছু বন্ধুর সহযোগিতা চাই এবং ভালো সাডা পাই ।" আর তখন থেকেই পাভেল পরপর তিন বছর 'স্মাইল ফর অল' আয়োজনটি করে আসছে। প্রত‍্যেকবার এই কর্মসুচির আওতায় প্রায় ৫০ জনের বেশি পথশিশুদের নিয়ে ইফতার ও ইদের পোশাক প্রদান করা হয়।

পাভেল আরও জানান প্রতিবারই উত্তরা ৫ নম্বর সেক্টরের কল‍্যান সমিতি তাদের অফিসে স্থান দিয়ে সহযোগিতা করে আসছে। আর তাকে এই কাজে ইরফান, মাসুম,তানভির, শুভন, নাইম, সাহান, মাহাবুব, জুয়েলসহ অনেকেই সর্বাত্মকভাবে সহযোগীতা করে আসছে। বর্তমানে এরাও পাভেলের এইকাজে সহযোদ্ধায় পরিণত হয়েছে । পাভেল মনে করেন তাদের এই কাজকে অনুসরন করে দেশের প্রতিটি স্থানে যদি সকল তরুন যুবক এগিয়ে আসে, প্রত্যেকেই তাদের আশেপাশের দুস্থ অসহায়দের সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তাহলে দেশের সকল দরিদ্র পথশিশুদের ঈদ ভাল কাটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')