News71.com
 Bangladesh
 11 Jun 18, 06:12 PM
 1246           
 0
 11 Jun 18, 06:12 PM

নারায়ণগঞ্জে শিশু গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের ফাঁসি।

নারায়ণগঞ্জে শিশু গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের ফাঁসি।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু খাদিজা আক্তারকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চারজনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন আদালত। ধর্ষণ ও হত্যা ঘটনার পনের বছর পর এ রায় প্রদান করলেন আদালত। সোমবার দুপুর পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। খাদিজা আক্তার হলেন সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে।অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, সুজন, আলামিন, আবুল কালাম, শাহাদাত। তবে এ রায় ঘোষণাকালে চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রকিবউদ্দিন জানান, আসামিদের অনুপস্থিতিতে ৪ জনকে শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় ১৫ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নিহতের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে উল্লেখ করা হয়েছিলো। ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটায় আসামিরা। খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষা খেতে ধর্ষণের পর তাঁকে হত্যা করে ফেলে যায়। পরদিন সকালে খাদিজার লাশ খুঁজে পায় স্বজনেরা।এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিগত ১৫ বছরেও তাঁদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে খাদিজার পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন