News71.com
 Bangladesh
 15 Jul 18, 05:13 AM
 1100           
 0
 15 Jul 18, 05:13 AM

গাজীপুরে বাসচাপায় এক নারী শ্রমিক নিহত, বাসে আগুন।।

গাজীপুরে বাসচাপায় এক নারী শ্রমিক নিহত, বাসে আগুন।।

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় মনোয়ারা আক্তার (১৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ করেছে।গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা আক্তার শেরপুরের শ্রীবরদী থানা এলাকার মতিউর রহমানের মেয়ে।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় ক্যাপিটাল ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতো মনোয়ারা আক্তার। রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে উত্তেজিত জনতা ওই বাসটি আটক করে আগুন লাগিয়ে দেয়। ওই সময় বাসের চালক ও সহকারী কৌশলে পালিয়ে যায়।খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দয়ে বলেও জানান তিনি।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা করে বাসের আগুন নেভায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন