News71.com
 Bangladesh
 17 Oct 18, 01:00 PM
 1094           
 0
 17 Oct 18, 01:00 PM

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর রাতের আঁধারে পুনরায় সংযোগ প্রদানের অভিযোগ  

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর রাতের আঁধারে পুনরায় সংযোগ প্রদানের অভিযোগ   

নিউজ ডেস্কঃ সাভারে বিভিন্ন বাড়িতে প্রভাবশালীদের দেওয়া দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ও বলিয়ারপুর কোটাপাড়া এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে তিতাস গ্যাসের প্রায় ৮০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানান,কয়েক বছর আগে এলাকার প্রতি পরিবার থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন প্রভাবশালী ব্যক্তিরা। সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দুই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে কয়েকটি পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় বেশকিছু নিম্নমানের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলো খুলে নেয়া হয়। অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। অভিযানকালে সাভার তিতাস গ্যাস কার্যালয়ের উপ ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আবদুর রহিম,সহ ব্যবস্থাপক আনিসুজ্জামান,আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তিতাস গ্যাস অফিসের অসাধু কতিপয় কর্মকর্তা কর্মচারী ও এলাকার একটি চক্রের সহায়তায় রাতের আঁধারে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করা হয় বলে অভিযোগ উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন