bangladesh
 03 Nov 18, 06:57 PM
 141             0

গুলশান এলাকায় শিশু ধর্ষণ॥থানায় মামলা, ধর্ষক আটক

গুলশান এলাকায় শিশু ধর্ষণ॥থানায় মামলা, ধর্ষক আটক

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান থানাধীন এলাকার একটি ভাড়া বাসায় গতকাল শুক্রবার রাতে ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতার রেজাউলের বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ মামলা করা হয়েছে বলে জানা গেছে ।

শিশুটির পরিবারের বরাত দিয়ে গুলশান থানা সূত্র জানায়, গুলশান থানাধীন এলাকার একটি বাসার নিচতলায় শিশুটির পরিবার ভাড়া থাকে। ভুক্তোভোগী শিশুর বাবার একটি চায়ের দোকান আছে। ওই বাসার দ্বিতীয় তলায় সাবলেট ভাড়া থাকে লন্ড্রি দোকানদার রেজাউল করিম। গতকাল শুক্রবার রেজাউল শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে গিয়ে বাথরুমে আটকে ধর্ষণ করেন। এরপর বাসায় ফিরে শিশুটি তার বাবা-মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে রেজাউলকে গ্রেফতার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')