bangladesh
 07 Nov 18, 04:57 AM
 140             0

৬ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া ও পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু।

৬ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া ও পাটুরিয়া থেকে দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু।

নিউজ ডেস্কঃ প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সকাল সোয়া ৮টার দিকে ঘাট থেকে দুটি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,কুয়াশা কিছুটা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় গত রাত দুইটা থেকে ফেরিচলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকালে কিছুটা কুয়াশা কমে এলে ফের ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পদ্মায় এখনো কুয়াশা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

অপরদিকে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফের পাটুরিয়া থেকে দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। আজ বুধবার সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে কুয়াশারাখা হয়। পরে কুয়াশা কমে গেলে দিবাগত রাত পৌনে ৩টায় ফেরি চলাচল শুরু হয়। আবার ভোর ৬ টায় কুয়াশা বেড়ে গেলে ফের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির মোহাম্মদ চৌধুরী জানান,ঘন কুশায়ায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে গেলে সকাল সোয়া ৮টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। জেনারেল ম্যানেজার নাসির আরো জানান,দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় বাস,ট্রাক ও ছোট গাড়ি মিলে কয়েকশ যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')