News71.com
 Bangladesh
 28 Nov 18, 12:44 PM
 962           
 0
 28 Nov 18, 12:44 PM

মুন্সীগঞ্জে আইনি সেবার সাফল্য প্রচার।

মুন্সীগঞ্জে আইনি সেবার সাফল্য প্রচার।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে উন্নয়নের অগ্রযাত্রায়,সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মুন্সীগঞ্জ লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা জজ আদালত ভবন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দরিদ্র বিচার প্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তাকারী সংস্থা লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। তথ্য মতে,মুন্সীগঞ্জে সংস্থার মাধ্যমে ২০১৮ সালে অক্টোবর পর্যন্ত ৫৭২ টি ও বিগত তিন বছরে মোট ১৬৭১টি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম র সভাপতিত্বে ও লিগ্যাল এইড কর্মকর্তা কামরুন নাহারের সঞ্চালনায় সভায় অংশনেয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়দার আলী,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামানজেলা তথ্য কর্মকর্তা মনির হোসেন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসকাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ,সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন সজল,সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান,প্রেসকাবের কোষাধ্যক্ষ এড. সেতু ইসলাম,কার্যকারী সদস্য মাহবুব আলম লিটন,সাংবাদিক নজরুল ইসলাম ছোটন,শেখ মো. শিমুল,নাদিম হোসাইন,মাহমুদুল হাসান,আরাফাত রায়হান সাকিব,ফটোসাংবাদিক সুমিত সরকার সুমন,রাজীব বাবু,মহসিন রেজা,তানজিল,আমির প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন