bangladesh
 16 Dec 18, 10:58 AM
 100             0

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু  

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু   

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ব্রিজ এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের সৈকত, পাঠানকান্দি গ্রামের মিলন ও ঝাটাশিরা গ্রামের শুভ।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব জানায়, একই মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন সৈকত, মিলন ও শুভ। দুপুর পৌনে ১টার দিকে রশিদাবাদ ব্রিজ এলাকায় এলে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন শুভ। এ অবস্থায় শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')