News71.com
 Bangladesh
 21 Dec 18, 01:18 PM
 980           
 0
 21 Dec 18, 01:18 PM

সাভারের আশুলিয়ায় যুবলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত ২০॥  

সাভারের আশুলিয়ায় যুবলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত ২০॥   

নিউজ ডেস্কঃ দলীয় কোন্দোলের জের ধরে সাভারের আশুলিয়ায় ঢাকা ১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী প্রচারণা চালানোর সময় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসাসহ আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেন। এসময় আলোচনা সভায় উপস্থিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা.এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

আলোচনা সভার শুরুর আগে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসাসহ যুবলীগের নেতাকর্মীরা নির্বাচনী মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দিচ্ছিলেন। এসময় অভ্যন্তরীণ কোন্দোলের জের ধরে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের লোকজন মোশাররফ হোসেন মুসার উপর হামলা করে। এতে সংঘর্ষে রুপ নেয়। যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাবেক যুবলীগ নেতা মুসা, আনোয়ারসহ আহত হয় অন্তত ২০ জন। পরে আলোচনা সভা না করেই আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান আহত নেতাকর্মীদের নিয়ে চিকিৎসার জন্য তার মালিকানাধীন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এঘটনায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন