bangladesh
 03 Jan 19, 03:36 PM
 80             0

ফরিদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।। নিহত ৩

ফরিদপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।। নিহত ৩

নিউজ ডেস্কঃ ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ফরিদপুর থেকে মালঞ্চ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহেল মোল্লা এবং তার চাচা আকুব্বর মোল্লা ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী কাশেম মোল্লাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে। ঘটনাস্থলেই দুই জন ও হাসপাতালে একজন মারা যান। তিনি আরো জানান, ঘাতক বাস আটক করা হয়েছে। মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')