bangladesh
 08 Feb 19, 01:48 PM
 34             0

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত।।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত।।

 নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কোটলীপাড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভূতুরিয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শীদা বেগম (৫৫) এবং তার ছেলে নাঈম মোল্যার স্ত্রী মানসুরা বেগম (২০)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কোটালীপাড়া উপজেলার ছিকটীবাড়ী এলাকায় কোটালীপাড়া-রাজৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত মানসুরা বেগমের স্বামী নাঈম (২৮) গুরুতর আহত হয়েছেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, দুপুরে নাঈম মোটরসাইকেলে তার মা ও স্ত্রীকে নিয়ে মোল্লাহাট যাচ্ছিলেন। পথে ছিকটীবাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা ও স্ত্রী নিহত হন। এসময় তিনিও গুরুতর আহত হন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত নাঈমকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')