bangladesh
 09 Feb 19, 06:32 AM
 34             0

মুন্সিগঞ্জে বিষাক্ত মদ্যপানে ২ বোনের মৃত্যু।।

মুন্সিগঞ্জে বিষাক্ত মদ্যপানে ২ বোনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী বাজার এলাকায় বিষাক্ত মদ্যপানে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন- চায়না ও চামেলি। তাদের বয়স ২৫ থেকে ৩০ হবে। গতকাল শুক্রবার দিনগত রাতে মদ্যপানে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মুমুর্ষূ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তাদের মৃত্যু হয়। নিহতের চামেলি স্বামী মন্টু জানান, শুক্রবার রাতে বাজার থেকে মদ কিনে বাড়িতে এনে তারাসহ কয়েকজন পান করেন। এরপর হঠাৎ চামেলি ও তার বোন চায়নাসহ অজ্ঞাতপরিচয় আরেকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে শনিবার সকালে চিকিৎসক চামেলি ও চায়নাকে মৃত্যু ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')