bangladesh
 07 Mar 19, 11:34 AM
 36             0

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ॥

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ॥

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।বেতনভাতা বৃদ্ধির দাবিতে তারা এ অবরোধ করে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবস্থা স্বাভাবিক হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')