News71.com
 Bangladesh
 20 May 20, 07:18 PM
 901           
 0
 20 May 20, 07:18 PM

নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন মেয়রের বোন॥

নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন মেয়রের বোন॥

নিউজ ডেস্কঃ নরসিংদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামিউন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। এর দুদিন আগে ওই নারীর স্বামী হাজি শরীফ হোসেন মুক্তা (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সামিউন বেগম মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের বড় বোন। আর সামিউন বেগমএর স্বামী নরসিংদী সদর উপজেলার নুরালাপুরের বাসিন্দা। তাদের চার ছেলে সন্তান রয়েছে। মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, ‘আমার বোনের সোমবার করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল নেগেটিভ আসে। ডাক্তার বলেছে, সে রাতে স্ট্রোক করে মারা গেছে।’

এ ব্যাপারে নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, ‘নিহত সামিউন বেগম কিছুদিন তার স্বামীর সংস্পর্শে ছিলেন। শরীরের জ্বর ও ঠান্ডার মতো কিছু উপসর্গ ছিল। তাই সোমবার তার করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সে রাতেই স্ট্রোক করে মারা গেছেন বলে জানিয়েছেন ডাক্তার।’ নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক বলেন ‘আমাদের হাতে ডাক্তারের সকল কাগজপত্র আছে। সিভিল সার্জন সবকিছু যাচাই করে একটি সিদ্ধান্ত দেবে। তারপরও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প সংখ্যক লোকজন নিয়ে জানাজা পড়ব’। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২ জন শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। আর মারা গেছেন চারজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন